আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

দিনাজপুর জেলা পরিষদে জাপা'র দেলওয়ার চেয়ারম্যান নির্বাচিত

সোমবার, ১৭ অক্টোবর ২০২২, বিকাল ০৫:৫২

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. দেলওয়ার হোসেন (আনারস-প্রতীক) চেয়ারমান নির্বাচিত হয়েছেন।

দেলওয়ার হোসেন পেয়েছেন, ১ হাজার ১'শ ৬২ ভোট। তাঁব নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত মো.তৈয়ব উদ্দীন চৌধুরী ( মোটর সাইকেল- প্রতীক)'পেয়েছেন, ২'শ ২৬ ভোট এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আজিজুল ইমাম চৌধুরী ( চশমা-প্রতীক) পেয়েছেন, ৭৮ ভোট।

নির্বাচনে বিজয়ী দেলওয়ার হোসেন জেলা জাতীয় পার্টির সভাপতি এবং পিকনিক স্পট বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারি।

দিনাজপুর জেলা নির্বাচন অফিসার শাহীনুর রহমান প্রামাণিক জানান, দিনাজপুরের ১৩ টি উপজেলার মধ্যে ১২ টি উপজেলা পরিষদ এবং জেলা শহরে শিশু একাডেমিতে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। জেলার ১০৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং ৯ টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ভোট প্রদান করেন। ১ হাজার ৪'শ ৭৯ টি ভোটের মধ্যে ১ হাজার ৪'শ ৬৬ টি ভোট বৈধ বিবেচিত হয়।

এনির্বাচনে প্রার্থী ছিলেন,চেয়ারম্যান ৩ জন,১৩ টি সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। তবে,নির্বাচনের একদিন আগে চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উদ্দীন চৌধুরী অন্য দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লংঘন এবং কালো টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন।

 

মন্তব্য করুন


Link copied