আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী        অনিয়ম হলে গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি       কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্ন       
 width=

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

রবিবার, ১৫ মে ২০২২, দুপুর ০২:০৯

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: প্রায় এক যুগ পর কাউন্সিল ও নির্বাচনে দিনাজপুর জেলা বিএনপি সভাপতি পদে এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন।

শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ  শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করা,হয়। ফলাফল ঘোষণা করেন, জেলা বিএনপি'র নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিমনের অ্যাডভোকেট আশফাক আহমেদ। 
ঘোষিত ফলাফলে ৮১৮ ভোট পেয়ে এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোহাম্মদ সাদিক প্রিয়া চৌধুরী পিনাক পেয়েছেন ৭০৪ ভোট। মো: মোকাররম হোসেন ৯২৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান বাবু পেয়েছেন ৭৫৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১০৯৬ ভোট পেয়ে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন ৭০৪ ভোট।  যুগ্ম সম্পাদক পদে ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তফা কামাল মিলল পেয়েছেন ৭৩৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন নির্বাচিত হযেছেন। তারা হলেন- হাসনা হেনা চৌধুরী হিরা প্রাপ্তভোট ১২০৫, মোঃ আমিনুল ইসলাম মুন্না প্রাপ্ত ভোট ১১১৭ ও মোঃ আনিসুর রহমান বাদশা পেয়েছেন ৯০৯ ভোট।  মোট ১৯১৯ টি ভোটের মধ্যে ১৮৫১টি ভোট পড়েছে। এর মধ্যে ২২টি ভোট বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied