শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারের উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। এরমধ্যে ছাত্রের পাশের হার ৭৬ দশমিক ৮ এবং ছাত্রীর পাশের হার ৮২ দশমিক ১৩। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৭৫ জন ছাত্র এবং ৬ হাজার ২৫৫জন ছাত্রী। পাশ এবং জিপিএ ৫ এ এগিয়ে আছে মেয়েরা।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক ফলাফল সমীক্ষায় জানা যায়,এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবার একজন শিক্ষার্থীও পাশ করেনি ১৩ টি কলেজে। শতভাগ পাশ করেছে ২৪ টি কলেজ।
এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে রংপুর বিভাগের ৮ টি জেলার ৬৭১ কলেজের এক লাখ ২০ হাজার ৯৩ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে,৭৮ হাজার ৮৪৯ জন।
শতভাগ পাশ করা কলেজগুলোতে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস বইছে। চলছে,মিষ্টি বিতরণ।