শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে :দিনাজপুর শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েচজে মেয়েরা । এবার পাশের হার ৭৬.৮৭ । জিপিএ ৫ পেয়েছে পেয়েছে ১৭ হাজার ৪১০। তবে গতবারের চেয়ে এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। গতবছর পাশের হার ছিল ৮১ দশমিক ১৬ ।
ছাত্রীর পাশের হার ৮০.২২ , ছাত্রের পাশের হার ৭৩.৬১। এবার ৮ হাজার ৮৮২ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে।
ফলাফলের কথা স্বীকার করে শিক্ষা বোর্ডের সহকারি প্রফেসর মোঃ হারুনুর রশিদ মন্ডল বলেছেন কভিডের আতঙ্ক এখনও কাটেনি। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসে না এবং শিক্ষকরও পাঠদানের তেমন আন্তরিক না ।
শিক্ষা বোর্ডের অধীনে এবার ২ হাজার ৭০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।
শত ভাগ পাস করেছে ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
তবে,দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার কুড়িগ্রাম জেলার পূর্ব কুমার পাড়া আদর্শ হাই স্কুল থেকে কোন শিক্ষার্থী পাস করেনি।