আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

দিনাজপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদশী যুবক নিহত

বুধবার, ১৭ মে ২০২৩, দুপুর ০৩:০২

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম ওই উপজেলার পূনট্রি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন,চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। তিনি বলেন, ঘটনা জেনে আমরা নিহত পরিবারে কাছে গিয়ে লাশ সুরত হাল শেষে ময়না তদন্তেরর জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। কোমর এবং বাহুতে নিহতের শরীরে ৪ টি গুলির চিহ্ন রয়েছে।অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া নেয়া হবে।

এ বিষয়ে স্থানীয়  ইউপি সদস্য মাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে নিহত স্থানীয় যুবক মঞ্জুরুলর মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে এসেছে।

স্থানীয় ওয়াজেদ মাস্টার এবং নিহতের ভাই ফরদুল ইসলাম জানান, নিহত মঞ্জুরুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে সবাই তাকে চেনে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাটা বেড়ার কাছে গিয়েছিলো তা  পরিবারসহ কেউ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কঃ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,'নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত নই ঘটনাটি ভারতের নবগ্রাম বিএসএফ'র মাধ্যমে ঘটেছে কিনা !  বিষয়টি ক্ষতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।'
এ ঘটনায় নিহত মঞ্জুরুলের পরিবারে শোকের মাতম বইছে।

মন্তব্য করুন


 

Link copied