শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ ছাত্রী নিবাস থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম মাধবী রানী রায়। সে হাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের ১৭ তম ব্যাচের ছাত্রী। তার গ্রামের বাড়ী পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় এর পাশে বিকেএসপি'র সামনে জয়ন্ত ছাত্রী নিবাসে। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় ওই ছাত্রী'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এলাকার লোকজন, শিক্ষার্থী বা পুলিশ কেউ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।