লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সতি নদীতে গোসলে নেমে পানিতে ডুবে জান্নাতী আক্তার(১৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্নামতি সতি নদীর লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তরুনী জান্নাতী আক্তার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আইদুল ইসলামের মেয়ে।
আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার জানান, জান্নাতী আক্তার ঈদের ছুটিতে লালব্রীজ এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে নানা বাড়ির পাশে স্বর্নামতি সতিনদীতে স্থানীয় দুই তরুনীসহ গোসলে নামে জান্নাতী। এ সময় গভির পানিতে তিনজনকে ডুবে যেতে দেখে স্থানীয় একজন ব্যাক্তি টেনে দুইজনকে উদ্ধার করলেও জান্নাতী গভির পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়দের খবরে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে জাল ফেলে জান্নাতীকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।