মমিনুল ইসলাম রিপন : প্রেমিকাকে গলা কেটে হত্যা মামলার পলাতক আসামী সাজিদ রাসেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাজিদ রাসেল মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। ঘটনাটি নারায়ণগঞ্জে হওয়ায় বুধবার গ্রেফতার সাজিদকে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিলের কন্যা তানজিনা বেগম (১৯) ও একই উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাজিদ রাসেল (৩৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় বসবাস করতো।
এরই একপর্যায়ে তানজিনা বেগম এর সাথে সাজিদ রাসেল প্রেম সম্পর্ক গড়ে তার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয়ার পর তাকে গত বছরের এপ্রিল মাসে গলা কেটে হত্যা করে। এব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় গত বছরের ৫ এপ্রিল মামলা করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত সাজিদ রাসেল পালিয়ে বেড়াচ্ছিল। পলাতক সাজিদ রাসেল গ্রামের নিজ বাড়ীতে এলে মিঠাপুকুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মামলাটির তদন্তভার ভার পিবিআইকে দেয়া হলে বুধবার রংপুর পিবিআই নারায়ণগঞ্জ পিবিআইয়ের কাছে সাজিদ রাসেলকে হস্তান্তর করেন।
রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, গ্রেফতার সাজিদকে বুধবার নারায়ণগঞ্জ পিবিআইেেয়র কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ পিবিআই মামলাটি তদন্ত করছে।