আর্কাইভ  শনিবার ● ১০ জুন ২০২৩ ● ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ১০ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরাফাত       রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা       প্রেমিকাকে ধর্ষন পলাতক প্রেমিক গ্রেপ্তার       বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি       গাইবান্ধা ও কুড়িগ্রামবাসির স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে       

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে বিএনপি বিক্ষোভ সমাবেশ

শনিবার, ১৪ মে ২০২২, রাত ০৮:৪৫

স্টাফ রিপোর্টার(নীলফামারী)॥ দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতা কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার(১৪ মে) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, মধ্যরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অন্যায় করেছেন, তা তিনি ভালো করেই জানেন। আগের দুটি জাতীয় সংসদ নির্বাচন যেভাবে করেছেন এবারো যদি একই রকম নির্বাচন আয়োজনের চেষ্টা করেন তাহলে এর পরিনতি হবে ভয়াবহ। তিনি যে অন্যায় করেছেন তার জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশবাসী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পান বলেই তাকে আটকিয়ে রেখেছে সরকার আর বেগম জিয়ার ছেলে তারেক রহমানকে দেশে আসতে বাঁধা দিচ্ছে একের পর এক মামলা দিয়ে। মনে রাখবেন তিনিও জনগণের নেতা। দলকে সুসংগঠিত করেছেন বলেই আজ মানুষের হৃদয়ে রয়েছেন তারেক জিয়া। তার নেতৃত্বেও বিএনপি সফল হবে।

জেলা বিএনপির সভাপতি সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

জেলা বিএনপির সহ-সভাপতি মোকতার হোসেন’র সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, নীলফামারী পৌর সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন


 

Link copied