আর্কাইভ  সোমবার ● ২৭ মার্চ ২০২৩ ● ১৩ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২৭ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টি       আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় বন্ধুর হাতে প্রাণ গেল জিয়াবুরের       এক দিন ছুটি নিলে ঈদে মিলবে টানা ৫ দিনের ছুটি       এক সময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণ মন্ত্রী       নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত      

নির্বাচন বর্জনের সিদ্বান্ত এখনও হয়নি- জিএম কাদের

মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২, দুপুর ০৪:৪৪

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় সংসদে মানুষের কথা বলার সুযোগ আছে। তাই সংসদ থেকে বের হওয়ার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে প্রতিকী ভাবে কোন সময় সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিস্থিতি বুঝে করা হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে এখনো কোন বর্জনের স্পষ্ট সময় আসেনি। এটি একটি গুরুদ্বপূর্ন সিদ্বান্ত। নির্বাজন বর্জন করার আগে নেতাকর্মী ও জনগণের কথা ভাবতে হবে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে জাতীয় পার্টি নির্বাচনে অশং গ্রহণ করবে কিনা।

তিনি আরও বলেন, এখনও কোনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তার দল, পরিস্থিতি বুঝে দেশের কথা ভেবে আগামীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এর আগে রংপুর থেকে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুতে তিনি পৌছালে প্রায় সহস্রাধিক মোটর সাইকেল ও অর্ধশতাধিক পিকআপ এবং প্রাইভিটকারের শোভাযাত্রার মাধ্যমে বরণ করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।

মন্তব্য করুন


Link copied