আর্কাইভ  সোমবার ● ২০ মার্চ ২০২৩ ● ৬ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২০ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: সিরিজ জয়ের আনন্দ ভেসে গেল বৃষ্টিতে       দিনাজপুরে বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত       মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে দলের রেকর্ড স্কোর       যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী       “রংপুরে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই”      
 width=

পকেটে হিরোইন রাখা মামলায় এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড

সোমবার, ৩০ মে ২০২২, বিকাল ০৬:৩৬

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শার্টের পকেটে ১০০ গ্রাম হিরোইন রাখার অপরাধে ঠাণ্ডা মিয়া (৪০) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ঠাণ্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার আরজী শাহাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় ঠাণ্ডা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর ঠাণ্ডা মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় ঠাণ্ডা মিয়ার দেহ তল্লাশি করে শার্টের পকেটে রাখা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হিরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ঠাণ্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। 

এ ব্যাপারে রাষ্টপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক। 

মন্তব্য করুন


Link copied