গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান যাত্রী নানী ও নাতী নিহত হয়েছেন।
সোমবার (০৭ ফেব্রয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৭) ও তার নাতী মাইশা (০৩)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, একটি রিক্সা-ভ্যানে নানী ও নাতী পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে দুবলাগাড়ী এলাকায় রিক্সা-ভ্যানটির একপাশের চাকা নির্মানাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানী ও নাতী রিক্সা-ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে দ্রতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক-সহকারি পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানী-নাতীর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।