গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, অভিযুক্ত ফিলিং স্টেশনে পরিমাপে কম জ্বালানি দেয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে রূপ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।