আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

পাওনা তিন হাজার টাকার জন্য দুইবন্ধুর হাতেই  স্কুলছাত্র মিরাজুল খুন

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, দুপুর ০২:২০

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: পাওনা মাত্র তিন হাজার টাকার জন্যে খুন হয়েছে, দিনাজপুরে স্কুলছাত্র মিরাজুল ইসলাম (১৫)। তার দুই ঘনিষ্ঠ বন্ধুই খুনি।মুঠোফোনের কলের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় দু'ই খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে,হত্যায় ব্যবহৃত ছুটি ও রক্তমাখা কাপড় । এছাড়াও মিরাজুলের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে এক খুনির বাসায়। এ ঘটনায় বুধবার বেলা ১১টায় মিরাজুলের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা করেন।  ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাত ৮ টায় চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ এক প্রেসবিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার ( ১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় গ্রেফতারকৃত দু'জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন মোঃ আসিফ ইসলাম (১৬) ও মোঃ লিটন ইসলাম (১৬)। আসিফ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নদীরপাড় গ্রামের হবিবর রহমানের ছেলে এবং লিটন একই ইউনিয়নের রানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, গ্রেপ্তার দু'জন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায়  চিরিরবন্দরের ১২ নং আলোকডিহি ইউপির ০২ নং ওয়ার্ডভুক্ত গছাহার(আজিত মাষ্টারপাড়া) গ্রামে সামনে পূর্ব দিকে পায়ে হাটার রাস্তার উপর থেকে স্কুলছাত্র মিরাজুল ইসলাম ( ১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মেরাজুল নশরতপুর ইউপির কিসমত এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালপাড়া দ্বি-মুখী পল্লী উন্নয়ন আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারি কর্মকর্তা  এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর বাদশা রনি জানায়,গ্রেফতারকৃত দুজনের স্বীকারোক্তি অনুয়ায়ী নিহত মিরাজের ব্যাবহৃত এনড্রয়েড মোবাইল ফোন, আসামীর পরিহিত রক্তমাখা কাপড় চোপড়  জনৈক সুমান্ত সরকারের ভুট্টা ক্ষেত হতে হত্যাকান্ডে ব্যাবহৃত ছোড়া/চাকুটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বর্ননা মতে নিহত মিরাজ এবং তারা খুব ভাল বন্ধু ছিল এবং একই সাথে চলাফেরা করত। প্রায় ০১ বছর পূর্বে নিহত মিরাজ আসামী আসিফ ইসলামের কাছে ০৩(তিন) হাজার টাকা ধার নেওয়া নিয়ে মনোমালিন্য শুরু হয়। র্পূব পরিকল্পনার অংশ হিসেবে গত মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় আসিফ তার ব্যাবহৃত মোবাইল ফোন দিয়ে নিহত মিরাজকে কৌশলে ডেকে নিয়ে নিহত মিরাজের বাই সাইকেল যোগে তিনজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। রাত অনুমানিক ১০টায় ঘটনাস্থলে যায় এবং নির্জনতা নিশ্চিত করত আসিফ আলীর নির্দেশে লিটন পেছন থেকে নিহত মিরাজের গলায় পোচ দেয়। নিহত মিরাজ সাইকেল থেকে মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করার জন্য লিটন ইসলাম গলায় আরেকটি পোচ দেয়। মৃত্যু নিশ্চিত হলে হত্যাকান্ডে ব্যাবহৃত ছোড়াটি পাশের ভূট্টা ক্ষেতে ছুড়ে মারে এবং ঘটনাস্থল ত্যাগ করে। তাদের পরিহিত কাপড় চোপড় খুলে খালি গায়ে গ্রামের পথটুকু পার হয় এবং বাড়ির পাশে ময়লার স্তুপে ফেলে দেয়। নিহত মিরাজের মোবাইল ফোনটি বন্ধ করে আসিফ ইসলাম তার বসতবাড়িতে রেখে দেয়।

মন্তব্য করুন


Link copied