লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বন্ধুর হাতে রফিকুল ইসলাম (২২) নামে এক অটোচালক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু আইয়ুব আলীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) সকালে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামসংলগ্ন তিস্তা নদীর চর এলাকা থেকে নিহতের মহদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং গ্রেফতার আইয়ুব আলী বীরগঞ্জ থানার চকদফর এলাকার ইনসান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দহগ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান আইয়ুব। শুক্রবার বন্ধু রফিকুলকে দিনাজপুর থেকে অটোসহ ডেকে নিয়ে যান তিনি। পরে সন্ধ্যার দিকে তিস্তার চরে গিয়ে দুই বন্ধু নেশা করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে রফিকুলকে হত্যা করে। পরে বালু দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান বন্ধু আইয়ুব। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ শনিবার সকালে উদ্ধার করে এবং আইয়ুব আলীকে গ্রেফতার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আইয়ুব তার বন্ধুকে হত্যা করেছে বলে স্বীকার করেন। মামলার প্রস্তুতি চলছে।