আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ০৭:২১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ট্রাক চাপায় মিনার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১  ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বাউরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনার হোসেন(৩২) পাটগ্রাম উপজেলার বাউরা  ইউনিয়নের নবীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি একজন ট্রাকচালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিকেলে মিনার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে বাউরা বাজার আসার পথে অপরদিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কার মোটরসাইকেলসহ সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। 
বাউরা বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, নিহত মিনার হোসেন একজন ট্রাক চালক ছিলেন। পাশাপাশি বাউরার রেলস্টেশন মোড়ে তাদের একটি চায়ের দোকান রয়েছে। 

এ বিষয় হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ট্রাকটিকে আটক করলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে। 

মন্তব্য করুন


Link copied