আর্কাইভ  বুধবার ● ৭ জুন ২০২৩ ● ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৭ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩, বিকাল ০৭:০২

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় আলমগীর হোসেন আবদুল্লাহ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালের দিকে পাটগ্রাম উপজেলার সাহেবডাংগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন আবদুল্লাহ উপজেলার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার মৃত আবদুল মতিনের ছেলে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, হত্যার ঘটনায় নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে শনিবার রাতে একজনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুর ঘনিষ্ঠ বন্ধু সে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। তিনি পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। 

মন্তব্য করুন


 

Link copied