লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৬জন ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার(৫ জানুয়ারী) রাতে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষনা করা হয়।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৬জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে দহগ্রাম ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৪হাজার ২৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন পেয়েছেন ২হাজার ৪৭০ ভোট।
শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত রফিকুল ইসলাম প্রধান নৌকা প্রতীকে ৭হাজার ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আকিকুল আলম নিশাত পেয়েছেন ৬হাজার ৬১৪ভোট।
পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান ৬হাজার ৪৮ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত আব্দুল ওহাব প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ৬হাজার ১০ ভোট।
জগতবেড় ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান সোহেল নৌকা প্রতীকে ৭হাজার ৮৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান পেয়েছেন ৭হাজার ৩১২ভোট।
জোংড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মজিবর রহমান নৌকা প্রতীকে ৮হাজার ৮১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাহমুদুন্নবী পেয়েছেন ৪হাজার ৬৩০ ভোট।
কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত হামিদুল হক নৌকা প্রতীকে ৪হাজার ৭৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এবিএম শাহনেওয়াজ পারভেজ পেয়েছেন ৩হাজার ৪৩৬ ভোট।
বুড়িমারী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত তাজুল ইসলাম মিঠু নৌকা প্রতীকে ৮হাজার ২৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত পেয়েছেন ৬ হাজার ৭৫৩ ভোট।
এ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার এক লাখ ২১হাজার ৪৬৯জন। শতকরা ৮৩ দশমিক ৯৭ ভোট পড়েছে।