লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য মজুদর্কৃত ৪ শত ২৬ কেজি ডিজেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪নভেম্বর) দুপুরে তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাতে ওই উপজেলার বুড়িমারী রেল ষ্টেশন এলাকা থেকে ডিজেলসহ রাবিউল ইসলাম ও জাবেদুল ইসলাম নামে দুইজনে গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ডিজেল মজুদ করা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ শত ২৬ কেজি ডিজেলসহ মুগলিবাড়ী এলাকার সিরাজুল ইসলামের পুত্র রাবিউল ইসলাম (৪০) ও আজির উদ্দিনের পুত্র জাবেদুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।