আর্কাইভ  সোমবার ● ২৭ মার্চ ২০২৩ ● ১৩ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২৭ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টি       আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় বন্ধুর হাতে প্রাণ গেল জিয়াবুরের       এক দিন ছুটি নিলে ঈদে মিলবে টানা ৫ দিনের ছুটি       এক সময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণ মন্ত্রী       নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত      

পার্বতীপুরের মধ্যপাড়া বাজারে ১৪৪ ধারা জারি

মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২, সকাল ০৯:৪৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী মাধ্যপাড়া গ্রামে একই স্থানে, একই সময়ে নির্বাচনী সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পার্বতীপুর উপজেলার ইউএনও নাশিদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী মাধ্যপাড়া গ্রামের একই জায়গায় একই দিন ও সময়ে নির্বাচনী সমাবেশ আহ্বান করায় কোনো রকম আইনশৃঙ্খলার অবনতি এড়াতে মধ্যপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।’

সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত ওই স্থানে কোনো সভা-সমাবেশ, জনসমাবেশ, মিছিল ও মিটিং করা যাবে না বলে জানান ইউএনও।

স্থানীয়রা জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা এবং বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তিনি মধ্যপাড়া বাজারে সোমবার বিকেলে তার নির্বাচনী প্রচারণা আয়োজনের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। 

অন্যদিকে মোজাহেদুল ইসলাম সোহাগ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীও একই দিনের সময়ে ওই জায়গায় তার নির্বাচনী প্রচারণার জন্য আবেদন করেছিলেন।

মন্তব্য করুন


Link copied