আর্কাইভ  শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫ ● ৩০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
হাসিনার দাবি, তিনি ‘আয়নাঘর’ সম্পর্কে ‘জানতেন না’!

হাসিনার দাবি, তিনি ‘আয়নাঘর’ সম্পর্কে ‘জানতেন না’!

নীল ড্রামে খণ্ডিত লাশ: সব ‘সন্দেহের তীর’ বন্ধুর দিকে

নীল ড্রামে খণ্ডিত লাশ: সব ‘সন্দেহের তীর’ বন্ধুর দিকে

ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে: সেনাপ্রধান

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে: সেনাপ্রধান

পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি'র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:১৩

Advertisement

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম এর ব্যাপক অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে হাবড়া এরশাদ নগর এলাকার ভুক্তভোগীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদ নগর পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাশে এই মানববন্ধন করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তরা বলেন, হাবড়া বন বিভাগের বন রক্ষকারী কমিটির সভাপতি মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। ইতিমধ্যে ১৪ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্ডলপাড়া গ্রামের রবিউল ইসলাম, মেম্বার মশিয়ার রহমান, অহিদুল ইসলাম, এরশাদ নগরের আঃ রশিদ, মন্ডলপাড়া গ্রামের জিয়াউর রহমান,  মধ্যদর্গাপাড়া গ্রামের আকতারুল ইসলাম, দর্গাপাড়া গ্রামের মো: পলাশ, এরশাদনগরের নবিউল রুমি প্রমুখ।
শিক্ষক মেজবাহুল ইসলাম বলেন, আমি ইবতেদাযী মাদ্রাসার শিক্ষক। আমাকে বনবিভাগের রক্ষাকমিটির সদস্য করবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।
এব্যাপারে ভবানীপুর বনবিট কর্মকর্তা  ফোরকানুল আলম বলেন, অনুমতি ছাড়া বনের কোন গাছ ডারপালা কাটা যাবে না। গত ৮ নভেম্বর বনের ভিতরে কাটা গাছ ও ডালপালা আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযক্তু পার্বতীপুর হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম বলেন, আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি মামলা দেয়ার কে। যারা বনের গাছ কাটছে তাদের নামে মামলা হয়েছে। আমি কারো কাছে সদস্য করার জন্য টাকা নেইনি।এটা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।

মন্তব্য করুন


Link copied