শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের জংশন শহর পার্বতীপুর পৌরসভার নির্বাচনে বিজয়ী হয়েছেন, নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী মো.আমজাদ হোসেন।
আমজাদ হোসেন পেয়েছেন, ১২ হাজার ৭৬৫ ভোট।
তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক ৯ হাজার ২২১ ভোট পেয়েছেন।
দুই প্রার্থীর ভোট ব্যবধান ৪ হাজার ৫৪৪টি।
রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানান, এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৩৯৯ জন। তারমধ্যে ভোট গ্রাহিত হয়েছে ২১ হাজার ৯৮৬টি।
দীর্ঘ এক যুগ অপেক্ষার পর ব্যাপক উৎসাহ -উদ্দীপনা আর শংকার মধ্যদিয়ে আজ বুধবার পার্বতীপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও ভোটগ্রহণে ছিলো ধীরগতি। ৪ থেকে ৫ ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ভোট প্রদান করেছেন। আবার কেউ কেউ বিরক্তিবোধে ভোট না দিয়েই বাড়ি ফিরেছেন। এমনও অভিযোগ উঠেছে।
ইভিএম এ ভোট দিতে বিড়ম্বনার কথা খোদ সরকারদলীয় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আমজাদ হোসেনও জানিয়েছেন।
সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহন বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও দু'তিনটি কেন্দ্রে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।
রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানিয়েছেন,যারা বিকেল ৪ টার আগে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন,তাদের ভোট গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় ইভিএমএ ভোট গ্রহণ হওয়ার কারণে একটু সমস্যা বেশকিছু ভোটার। যার কারণে বিকেল ৪ আগে ভোট কেন্দ্রে অবস্থানরত ভোটারদের ভোট নেয়া হয়েছে।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয় সিসি টিভি ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে পুলিশ,বিজিবি, র্যাব,আনসার সহ মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করেছেন।
নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে দু'জন মেয়র, ৪২ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৮ জন মহিলা কাউন্সিলরসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২জন প্রার্থী।
প্রসঙ্গত: এর আগে ২০১১ সালের জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন হয়। সীমানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগ পর আজ আবারো অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।