ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গতকাল রবিবার অনুষ্ঠিত হলো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৩ জন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ৪ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ নবিউল ইসলাম (আনারস), ২ নং আলাদীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাছমুজ সখির বাবলু (চশমা), ৩ নং কাজিহাল ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মানিক রতন (নৌকা), ৪ নং বেতদীঘি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস (নৌকা), ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এনামুল হক (নৌকা), ৬ নং দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (ঘোড়া) এবং ৭ নং শিবনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামিদুল ইসলাম (মোটরসাইকেল)।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনে জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। গতকাল রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ৭ টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে ৩৫৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।