আর্কাইভ  রবিবার ● ২৮ মে ২০২৩ ● ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৮ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: বঙ্গবন্ধুর নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       বিএনপির নেতারা গুজব ছড়াচ্ছে- সমাজকল্যাণমন্ত্রী       কুড়িগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক       ডোমার রেলস্টেশনের টয়লেটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার       নীলফামারীতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন হলুদ তরমুজ চাষে ব্যাপক সফলতা সম্ভাবনায়       

ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, দুপুর ০৪:৫২

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্লাসে পা কেটে প্রচুর রক্ত ক্ষরণে তাজুল (৩৫) নামের যুবক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টার দিকে  উপজেলার নেওয়াশি বাজারে। তিনি উপজেলার রাবাইতারী আজাহার আলী ওরফে কাচুয়া মহাজনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে নেওয়াশি বাজারে আলতাব হোসেনের আল-আমীন ফার্নিচার দোকান সংলগ্ন নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের সাথে একই ইউনিয়নের নজর মামুদ খন্দকার পাড়ার ইব্রাহীম আলীর ছেলে আবু তালেব (৩৫) এর তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হাতাহাতি হয়। ঝগড়া থামাতে স্থানীয় লোকজন আবু তালেবকে বাজারের আল আমিন ফার্নিচারের দোকানে ঢুকিয়ে দেয়। হাফিজুরের সাথে হাতাহাতির খবর শুনে নিহত তাজুল ইসলাম উত্তেজিত হয়ে ছুটে আসেন। এসময় দোকানের মধ্যে তালেবের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাজুলের লাথি লেগে দোকানের গ্লাস ভেঙ্গে তার পা কেটে যায়। 

অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার বেগতিক হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তাজুলের লাশ বাড়ীতে নিয়ে আসেন। 

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালেব কে হেফাজতে নেয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মন্তব্য করুন


Link copied