সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটেছে। গত শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়ে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শ্রী অকিল চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতেই ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন, শ্রী অকিল চন্দ্র সরকার (৪৫), শ্রী মুকুল চন্দ্র সরকার (৩৫), শ্রী সুভাশীষ চন্দ্র সরকার (২৬), শ্রী সুনীল চন্দ্র সরকার (৫০),সতীর্থ কর্মকার (২৪), রনি মিয়া (২১), হাছেন আলী (৪৫), শমসের আলী (৫০), হুমায়ুন আহমেদ (২৪) ও জনি আলম (২১)। সবার বাড়ি ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায়।
অভিযোগ সুত্রে জানা গেছে, হাছেন আলীর ছেলে রনি মিয়া (২০) গত ফেব্রুয়ারী মাস থেকে একই এলাকার নবম শ্রেনীর ঔ শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ফুল,চিঠিপত্র দেয়াসহ বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করতেন। ঔ শিক্ষার্থীর বাবা শ্রী অকিল চন্দ্র সরকার উত্ত্যক্তকারী রনি মিয়ার বাবা হাছেন আলীর কাছে নালিশ করলে রনি মিয়া ক্ষিপ্ত হয়ে যান।
শনিবার বিকালে ওই স্কুল শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে রাস্তার পাশে একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রনি। মেয়েটির আত্নচিৎকারে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে রনির চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই শিক্ষার্থীর বাবা ও স্বজনরা ঘটনাস্থলে যান। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীর বাবা ও স্বজনদের সাথে উত্ত্যক্তকারী রনি ও তার লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। খরব পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
শিক্ষার্থীর বাবা শ্রী অকিল চন্দ্র সরকার জানান, রনির উত্ত্যক্তের কারনে তার মেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলো। শুধু উত্ত্যক্তের প্রতিবাদ করায় রনি ও তার লোকজন প্রতিবাদকারীর উপর হামলা চালায়। থানায় মামলা হয়েছে। পুলিশ এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিবেন। তবে অভিযুক্ত রনির দাবি তিনি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেননি। প্রতিবেশি বোন হিসেবে ২১ ফেব্রুয়ারীর দিন তাকে ফুল উপহার দিয়েছিলেন। মেয়েটির পরিবারের লোকজন কোন কিছু যাচাই না করেই তার উপর হামলা করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ জানান, মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু শ্লীলতাহানীর চেষ্টা করায় রোববার রাতেই উত্ত্যক্তকারী রনি মিয়া সহ আরো অনেকের নামে মামলা দায়ের করেছেন। (মামলা নং-১৪)।