সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম): শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবারের প্রথম প্রহরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গভীর রাতের অভিযানে তাস খেলারত অবস্থায় ধর্মপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন জাম্বু (৪০), একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে একরামুল হক (৩২), মৃত আফাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৫২), মৃত আনছার আলীর ছেলে আব্দুল হক (৫৮), মৃত শহীদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আব্দুল আউয়ালকে (২৬) তাস খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।