আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

ফেসবুকে লাইভে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ

রবিবার, ৯ এপ্রিল ২০২৩, সকাল ০৯:৩৭

ডেস্ক: ফেসবুক লাইভে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন শাকিল খান নামে গাইবান্ধা সদরের এক যুবক। বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। 

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা-বোনারপাড়া রেললাইনের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। শাকিল খান (২৪) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে। 

একই দিন বিকালে শাকিল খান নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে দাম্পত্য কলহ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার এক ঘণ্টা আগে ফেসবুক লাইভে ১৮ সেকেন্ড দাম্পত্য কলহ নিয়ে কথা বলেন। 

ভিডিওতে দেখা যায়, শুরুতে সালাম জানিয়ে শাকিল খান তার গ্রামের নাম ও বাবা-মায়ের পরিচয় জানান। এরপর কান্নাকাটি করে এক মাস আগে বিয়ে করার কথা জানান। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন হুমকি-ধমকি দিয়ে আসছিল বলেন তিনি। এরপর লাইভ বন্ধ হয়ে যায়। 

শাকিলের বাবার অভিযোগ, দাম্পত্য কলহ নিয়ে শাকিলের স্ত্রী তার বাবার বাড়িতে আছে। স্থানীয়দের দিয়ে বিষয়টি মীমাংসা করে দুজনের সংসার করার চেষ্টা করা হলেও স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি রাজি হয়নি। উল্টো তারা শাকিলকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এতে আত্মহত্যার পথ বেছে নেয়। তার আত্মহত্যার জন্য স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি দায়ী।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকায় রেললাইনে ঘোরাঘুরি করেন শাকিল। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।  

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে রাখা হয়। রাত ৮টার দিকে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। রবিবার সকালে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

মন্তব্য করুন


 

Link copied