আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

বগুড়ায় হোটেলে খুন, লালমনিরহাটে প্রধান আসামী গ্রেফতার

রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, রাত ০৯:৩৮

লালমনিরহাট প্রতিনিধি: বগুড়ায় হোটেলে নাস্তার সময় দুর্বৃত্তরা ওয়াজেদ হোসেন ঝন্টু (২৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার প্রধান আসামি আব্দুর রহমান (২৭) ’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। 

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে লালমনিরহাট সদরের খাতাপাড়া বাজার থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করেন। তিনি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি (দক্ষিণ পাড়া) এলাকার ইউসুফ আলী ছেলে। 

র‍্যাব-১৩ জানায়, গত শনিবার ( ০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখে বগুড়া সদরের ২১ নং ওয়ার্ডের ভাটকান্দি এলাকায় একটি জলাশয়ে মাছ ধরেন।  মাছগুলো বাড়িতে রেখে সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজের কাছে মানিকের হোটেলে নাস্তা করছিলেন। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন দুর্বৃত্ত হোটেলে ঢুকে ঝন্টুকে ঘেরাও করে। তাদের না জানিয়ে জলাশয় থেকে মাছ ধরায় দুর্বৃত্তরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ঝুন্টুকে ফেলে বীরদর্পে হোটেল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন ঝন্টুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু পেশায় বালু ব্যবসায়ী। তিনি বগুড়া সদরের ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে।

পরের দিন সকালে ঝন্টু’র বাবা আফজাল হোসেন নিজে বাদি হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে এই মর্মে সদর থানায় প্রধান আসামি আব্দুর রহমানকে করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরেই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। দীর্ঘ সাড়ে ৪ মাস পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। 

মন্তব্য করুন


Link copied