মমিনুল ইসলাম রিপন রংপুর ৩ জানুয়ারি ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর জিলা স্কুলের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এ শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত আহŸায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল , যুগ্ম আহŸায়ক মাজেদ আলী বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে নতুন কমিটির দোয়া মাহফিল ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (১ জানুয়ারি) রাতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।