মমিনুল ইসলাম রিপন: বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান শাহাজাদার নেতৃত্বে সকল নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল , সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর মেট্রোপলিটন হাজীর হাট থানা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন সহ সকল নেতৃবৃন্দ।