আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী 

বুধবার, ২২ মার্চ ২০২৩, বিকাল ০৭:২৪

মমিনুল ইসলাম রিপন: বজ্রপাত রোধে তালগাছ রোপন প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেছেন, বজ্রপাতে তালগাছ রোপণ প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের ১৫টি দুর্যোগ প্রবণ এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রণে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনও একনেকে পাস হয়নি। প্রকল্প বাস্তবায়ন করা গেলে আশা করা যায় বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামবে। প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে পাস তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এসময়  কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, গভর্নিং বডির সভাপতি আলতাব হোসেন চৌধুরীসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied