তেভাগা আন্দোলনের বীর সেনানী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, আজীবন বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিকৃষ্ণ সেনের স্মরণ সভা অনুষ্ঠিত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার দলটির জেলা কার্যালয়ে গরীব-কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জন্য শোষণহীণ সমাজ বিনির্মাণের পথিকৃৎ এই মহান কমিউনিস্ট নেতার স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সাভায় কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সভাপতি কমরেড শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক কাফি সরকারের সঞ্চালনায় মণিকৃষ্ণ সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন রংপুর জেলার সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সিপিবি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, রক্তধারা ৭১এর আহ্বায়ক দেবদাস ঘোষ, জেলা জাসদের সভাপতি সাখাওয়াত রাংগা, উদীচী রংপুর জেলার সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, প্রমদা সুন্দরী ট্রাস্টের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাবলু, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবু, শিশু-কিশোর সংগঠন খেলাঘর রংপুরের সংগঠক সিরাজুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা আ.স.ম. আমজাদ হোসেন, সাবেক, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মাসুম হাসান প্রমূখ। স্মরণ সভায় বক্তাদের সকলই কমরেড মণিকৃষ্ণ সেনের আদর্শ-ত্যাগ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। একই সাথে তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সংগকঠক এই মহান নেতার লড়াই সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলেধরার আহ্বান জানান।