মমিনুল ইসলাম রিপন॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাজাসহ ২ বহিরাগতকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাজা সেবনকালে ২ বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ ইজার আলী।
আটককৃতরা হলো-নগরীর তাজহাট বাবুপাড়ার সুমন মিয়ার ছেলে জুনায়েদ হাসান জানু(১৮) আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ও দিনাজপুরের বিরামপুর উপজেলার খায়রুল ইসলামের ছেলে আসাদুজ্জামান(১৯)রংপুর টেক্সটাইল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ ইজার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যাম্পাসে ২ বহিরাগত গাজা সেবন করছে। সেখানে গিয়ে সেবনরত অবস্থায় প্রায় ১শ গ্রাম গাজাসহ তাদের আটক করে থানায় নেয়া হয়েছে।মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।