মমিনুল ইসলাম রিপন: স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারকে নানা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরী কামাল কাছনাস্থ শহীদ শংকুর বাড়িতে গিয়ে শংকুর মা দিপালী সমজদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ নেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। শংকুর প্রয়ান দিবস ৩ মার্চ দিপালী সমজদার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হুইল চেয়ারটি শংকুর পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসন।
এ সময় শংকুর মা দিপালী সমজদার আবেগে আপ্লæত হয়ে জেলা প্রশাসককে জড়িয়ে ধরেন। এরপর জেলা প্রশাসক টয়লেট নির্মাণে বিভিন্ন সামগ্রী, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ সাংবাদিকরা।