নিজস্ব প্রতিনিধি: রংপুর তথা উত্তর অঞ্চলের সুনামধন্য বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের মালিক এস এম কামাল অসুস্থ হয়ে শুক্রবার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতার অবনতি ঘটলে উনাকে গতকাল শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ ঘটিকায় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। মৃত্যুকালে এক স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অনেক আত্নীয় - স্বজন রেখে যান।
নোয়াখালীর এক বনিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের দিকে তিনি ব্যবসার উদ্দেশ্যে রংপুরে আসেন। শুরুতে তামাকজাত পন্য নিয়ে কাজ করেন। এরপর ২০০০ সালে ভিন্নজগত প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি ডায়ামন্ড পার্টিকেল বোর্ড মিলস, এস কে পেপার মিলস সহ নানা ব্যবসার সাথে যুক্ত হন।
আগামীকাল সোমবার বাদ যোহর ভিন্নজগতে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রংপুরের উত্তরপাড়ায় ডায়ামন্ড পার্টকেল বোর্ড মিলস এ দাফন করা হবে। আগামীকাল ভিন্নজগত সাধারণ দর্শনীদের জন্য বন্ধ থাকবে।