স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ।
শনিবার (৫ মার্চ ) দুপুরে নগরীর বেতপট্টিস্থ জেলা যুবলীগের দলীয় কার্যলয় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি সিটি কর্পোরেশনের ফটক থেকে ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।অন্যদিকে বেলা সাড়ে ৩টার দিকে মহানগর যুবলীগের কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীণ চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহিন,সদস্য ডিজেল আহমেদ, নওশাদ ইসলাম রাজু, জাহিদুল ইসলাম বাবু,শওকত হোসেন সৈকত,শাফিনুর মমতাজ সজীব প্রমুখ।অন্য দিকে মহানগর যুবলীগের সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।