মহানগর প্রতিনিধি:রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা বাবু তুষার কান্তি মন্ডলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধায় নগরীর সিগারেট কোম্পানি এলাকায় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা -কর্মী ও সর্বস্তরের জনগণকে নিয়ে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাচ্চু,মহানগর উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আফজাল হোসেন,হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠু পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সরকার দলীয় মেয়র না থাকায় রংপুরবাসী মেঘা প্রজেক্ট ও উন্নত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে রংপুর মহানগরের তাজহাট ও হাজীরহাট থানা এলাকায় এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।