আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়; বৃষ্টির সম্ভাবনা

রবিবার, ১ মে ২০২২, রাত ০৯:৩৫

মহানগর প্রতিনিধি: রংপুরের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহমাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলায় ঈদের প্রধান জামাত রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল কালাম। তিনি বলেছেন, সম্প্রতি জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এক বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন।

রংপুর জেলা প্রশাসন জানায়, ঈদের প্রধান জামাত কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর পশ্চিম নীলকণ্ঠ ঈদগাহ মাঠ, মুন্সিপাড়া ঈদগাহ মাঠ ও রংপুর মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং বড় বাড়ি ঈদগাহ মাঠ, দামোদরপুর ছোট ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।রংপুর নগরীর বাইরে জেলার আট উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ঈদের দিন রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখছে রংপুর আবহাওয়া অফিস। এদিন রংপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান  বলেছেন, ২ মে থেকে আকাশ মেঘলা থাকবে। ঈদের দিন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, করোনা মহামারির সংকট কাটিয়ে দুই বছর পর এবার সারাদেশের মতো রংপুরেও ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। রংপুরের প্রধান কালেক্টরেট মাঠে সাজসজ্জার কাজ চলছে। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে সব প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied