মমিনুল ইসলাম রিপন: রংপুর নগরীর মাহিগঞ্জ সোরহাব পেট্রোলিয়াম পাম্পের সামনে অভিযানচালিয়ে মঙ্গলবার রাতে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৮কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত হচ্ছে, মোঃ আশিকুর রহমান, মোঃ আরিফুল ইসলাম রাজু, মোঃ মাহাবুবুর রহমান নয়ন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এস আই গোলাম মোর্শেদ (ডিবি)রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে এক লক্ষ আশি হাজার টাকা গাঁজা উদ্ধার করা হয়।
পরে আসামী তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন বাবুল ইসলাম।