আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

রংপুরে জাতির পিতাকে শ্রদ্ধা ও স্মরণে জন্মবার্ষিকী উদযাপন

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, রাত ০৮:১৩

মমিনুল ইসলাম রিপন: শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা পাওয়া বিরল। ক্ষণজন্মা এ মহানায়কের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িয়ে আছে। বঙ্গবন্ধু বাংলা, বাঙালি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। তাঁকে নিয়ে বিশ্বনেতারাও গর্ব করে, এটা বাংলাদেশের মানুষের সৌভাগ্য।’
শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর টাউন হল চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মীনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুসহ সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরঙ্গনাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারব না। একারণে জাতির পিতার আদর্শকে ধারণ করে সুখী সমৃদ্ধ, উন্নত ও অসাম্প্রদায়িক চেতনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ সমাজসহ আগামী প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে
সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনগল্প ও বাংলাদেশকে তুলে ধরে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা।  
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সকাল ৯টায় রংপুর মহানগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মীনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং জেলার যুগ্ম আহ্বায়ক মাজেদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, কৃষকলীগ। এছাড়াও প্রেসক্লাব রংপুর, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র, বিভাগীয় লেখক পরিষদ রংপুরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদেরসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে পুলিশ প্রশাসন থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সকাল সাড়ে নয়টায় রংপুর জিলা স্কুল মোড় হতে একটি শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বর গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রীর আনন্দ আয়োজনে কেটেছে। নগরীর সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা ভালোবাসায় জাতির পিতাকে স্মরণের মধ্যদিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সকাল সাড়ে ৯ টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। এর আগে সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারি ইউনিয়নসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি সহ শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গল্পবলাসহ বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। জেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর ম্যুরাল, স্মৃতিস্তম্ভ ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  
দিবসটি উপলক্ষে রংপুরে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। দুপুরে হাসপাতাল, সরকারি শিশু পরিবার, এতিমখানা, কারাগার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে আশ্রয়কেন্দ্র ও শিশুসদনসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

মন্তব্য করুন


Link copied