নিজস্ব প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুন) রাত ১২টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর তালিমগঞ্জ বাজার এলাকায় সংযোগ রাস্তা দিয়ে পার হওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিক ও ইমন মারা যান।
নিহত দুজনই শিক্ষার্থী। বয়স ২০ ও ২২ বছর। তাদের বাড়ি উপজেলার তিলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তবে তাৎক্ষণিকভাবে তারা কোথায় পড়াশোনা করেন তা জানা যায়নি।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।