প্রেস রিলিজ: রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ কফিল উদ্দিন এর অপারেশন পরিকল্পনায়, ডিবি টিম মহানগরের কোতয়ালী থানাধীন জাহাজ কোম্পানী মোড়স্থ হোটেল গোল্ডেন টাওয়ারে অভিযান পরিচালনা করে একটি পিতলের তৈরী টেলিস্কোপ যন্ত্র (শোপিস) সহ ৩ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেন।
গত ৩১.০৩.২০২৩ খ্রি. সন্ধ্যায় গোল্ডেন টাওয়ার হোটেলে ঢাকা থেকে আগত মোঃ মিজানুর রহমান, দেওয়ান রবিউল আলম, মোঃ শামসুল হুদা @ বাবু জনৈক ০১। মোঃ শাহা আলম আকন্দ, ০২। মোঃ আব্দুল রাজ্জাক, ০৩। মোঃ জাহিদুল ইসলামদের নিকট হতে একটি মহামূল্যবান টেলিস্কোপ যন্ত্র (শোপিস) যার অগ্রভাগে কিছু স্বর্ণ আছে ক্রয় করার জন্য অবস্থান করেন। আসামীরা উক্ত টেলিস্কোপ যন্ত্রটি হোটেল গোল্ডেন টাওয়ার এর ৫ম তলার ৫০৫ নম্বর কক্ষে প্রদর্শন করলে ক্রেতারা যাচাই বাছাই করে দেখতে পায় ইহাতে কোন স্বর্ণ নেই। একটি কম মূল্যের পিতলের তৈরী টেলিস্কোপ সদৃশ শোপিস মাত্র। বিক্রেতারা তাদেরকে প্রতারনা করে ঠকানোর চেষ্টা করছে বুঝতে পেরে কৌশলে ডিবি পুলিশকে জানালে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নের্তৃত্বে একটি টিম ৩১/০৩/২০২৩ খ্রি. ২০.৩৫ ঘটিকায় হোটেল গোল্ডেন টাওয়ার এর ৫ম তলার ৫০৫ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ শাহা আলম আকন্দ (৫৭), পিতা- মৃত রুস্তম আলী আকন্দ, মাতা- হরবালা বানু, সাং- ছত্রশিকারপুর, ইউনিয়ন- সাকোয়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়, ০২। মোঃ আব্দুল রাজ্জাক (৫৬), পিতা- মৃত আব্দুল কাদের মিয়া, মাতা- মোছাঃ রাবেয়া খাতুন, সাং- গোপালপুর, থানা- সাথিয়া, জেলা- পাবনা, এ/পি- মোলানী, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়, ০৩। মোঃ জাহিদুল ইসলাম (৪৮), পিতা- মোঃ আব্দুল করিম, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- শিংপাড়া (পুলিশ লাইন্সের পাশে), থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে একটি পিতলের তৈরী টেলিস্কোপ যন্ত্র (শোপিস) জব্দ করেন। এ বিষয়ে মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মোঃ নুরুল আমিন, মাতা- মোছাঃ আলেয়া বেগম, সাং- ৩৪৩ ব্লক/এ, সেকশন/১৩, থানা- মিরপুর, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা বাদী হয়ে কোতয়ালী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কোতয়ালী থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৪/২০২৩ খ্রি. ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে। আটককৃত আসামীরা একটি আন্তঃ বিভাগীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা স্বর্ণের টেলিস্কোপ তথা অতি মূল্যবান ধাতব পর্দাথের কথা বলে স্বল্প মূল্যের পিতলের তৈরী টেলিস্কোপ যন্ত্র দিয়া প্রতারণা করেছে।