মমিনুল ইসলাম রিপন: রংপুরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান গান, কবিতা, আবৃতি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০২ ফেব্রæয়ারী) সকাল ১১টায় রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী ।
অনুষ্ঠানে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কেএম জালাল উদ্দীন আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ ফখরুল আনাম বেঞ্জু, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উপধ্যক্ষ একাডেমিক মোঃ মঞ্জুরুল ইসলাম, উপধ্যক্ষ প্রশাসন সোঃ সেলিম আহমেদ, সহ অধ্যাপক আ.ন.ম বাবর আলী, সহ অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান গান, কবিতা, আবৃতি অনুষ্ঠিত হয়