আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

রংপুরে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারাল চাচা

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, বিকাল ০৬:৩২

মমিনুল ইসলাম রিপন: রংপুরের কাউনিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক ( ৫২ ) মারা গেছে। আজ শুক্রবার (১৭ মার্চ) রংপুর নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ময়নাল হক উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাবুখা গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে।
বকেয়া টাকা না দেয়াকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, হারাগাছ পৌরসভার বাবুখা গ্রামে বসবাস করেন ময়নাল হক ও তার ছোট ভাই মোঃ ইউনুছ আলী। দুই ভাইয়ের সারাই বাজারে মাংস বেচা বিক্রির দোকান আছে। ছোট ভাই ইউনুছ আলী গরু জবাই করে পাইকারি মাংস বিক্রি করেন। তার কাছে পাইকারি মাংস নিয়ে ময়নাল দোকানে বিক্রি করে আসছে। ব্যবসা চলাকালে ইউনুছ তার বড় ভাই ময়নালের কাছে কিছু টাকা পায়।
গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ময়নাল বাড়িতে চলে যায়। এরই জের ধরে ওইদিন দুপুরে ছোট ভাই ইউনুছ আলী ও তার দুই ছেলে ইয়াসিন মিয়া এবং পারভেজ মিয়া একত্রিত হয়ে  ময়নালের বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে।
ঘটনার এক পর্যায়ে ইউনুছের ছেলে ইয়াসিন ধারালো ছুরি দিয়ে ময়নালের মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ময়নালকে প্রথমে হারাগাছ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) নেওয়ার প্রয়োজন হয়। তবে রমেক হাসপাতালে আইসিইউতে বেড ফাঁকা না থাকায় ওইদিন রাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ১১টায় ময়নালের মৃত্যু হয়।

মন্তব্য করুন


Link copied