আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

রংপুরে মটরসাইকেল চুরিচক্রের  এক সদস্য গ্রেফতার

শুক্রবার, ২৪ জুন ২০২২, রাত ০৯:৩০

মমিনুল ইসলাম রিপন ॥মটরসাইকেল উদ্ধারসহ  চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ।  শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার কাবিলপুর এলাকার একটি ছ”মিলের কাছ থেকে মটর সাইকেল চুরির অভিযোগে পারভেজ হাসান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ  মিঠাপুকুর উপজেলার গিরাই এলাকার আব্দুল মালেকের পুত্র। এসময় চোরাই মটরসাইকেলটি উদ্ধার করা হয়।  তাজহাট থানা সূত্রে জানাগেছে, গত ২২ জুন রাতে আশরতপুর এলাকার জাভেদ মাসুমের বাড়ি থেকে ঘরের  গ্রিল কেটে  ইয়ামা ১৫০ সিসি’র একটি মটরসাইকেল চোরেরা নিয়ে যায়।

এ ঘটনায় মটর সাইকেলের মালিক জাভেদ মাসুম তাজহাট থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাড়ির ইনচার্জ ও তাজহাট থানাএসআই ইজার আলী অভিযান চালিয়ে পারভেজকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করে। 

তাজহাট থানার ওসি  নাজমুল কাদের জানান, পারেেভজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সাথে জড়িত অন্যন্যদের খোঁজা হচ্ছে। 

মন্তব্য করুন


 

Link copied