মমিনুল ইসলাম রিপন: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান আতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিরি বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফিরুজুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলার অতিরিক্ত পরিচালক আলী আসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক দিলারা রহমান সহ অনান্য অতিথিবৃন্দ।