মমিনুল ইসলাম রিপন: বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি মোঃ সানাউল হুদা রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুর রউফ, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থিদের সেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।