প্রেস বিজ্ঞপ্তি: গত ১৪ জুন ২০২২ খ্রিঃ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় মূল্যবান সম্পদ, টাকা, মোবাইল হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মোঃ শান্ত (২৫) নামক জনৈক দুস্কিৃতিকারী ভিকটিমকে পথরোধ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে আঘাত করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পরবর্তীতে রংপুর মহানগরীর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কর্তৃক অধিযাচনপত্রের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর আসামী মোঃ শান্ত (২৫), পিতা-মোঃ আলতাফ হোসেন, সাং-মুলাটোল, থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করে। জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ এলাকার সাধারণ মানুষের নিকট হতে চাঁদাবাজি, ছিনতাইয়ের উদ্দেশ্যে আঘাত, গুরুত্বর জখম, প্রাণনাশের হুমকি প্রদানের মাধ্যমে ত্রাস সৃস্টি করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত দুর্ধর্ষ দুস্কৃতিকারী বিভিন্ন ব্যক্তিকে মারধর ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর মহানগরীর কোতয়ালী থানায় মামলা মূলে হস্থান্তর করা হয়েছে।