আর্কাইভ  বুধবার ● ৪ অক্টোবর ২০২৩ ● ১৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের        শিশুসন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ        বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী       অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ২       এলপিজির দাম আবারও বাড়ল      

রংপুরে ২০২১ সালে যত আলোচিত ঘটনা

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, বিকাল ০৭:০১

মমিনুল ইসলাম রিপন: ঘটনাবহুল আরেকটি বছরের সমাপ্তির দোরগোড়ায় রংপুরবাসী। বিদায়ী এ বছরে নানান ঘটনার সাক্ষী হয়ে আছে রংপুর। এমনকি রংপুরের কয়েকটি ঘটনা দেশবাসীকেও নাড়া দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো পীরগঞ্জের হিন্দুপল্লীতে আগুন। হারাগাছে মাদকসেবী কর্তৃক এ এসআই হত্যা এবং পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ ছিল আলোচনা- সমালোচনায়। মডেল মসজিদ উদ্বোধন  নিয়ে ছিল প্রধানমন্ত্রীর প্রশংসা। বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের সাবেক ভিসির বিদায় -আলাচনায় আসেন নতুন ভিসি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ে চলে সমালোচনার ঝড়। ২০২১ অন্যান্য বছরের চেয়ে অন্যরকম। এই বছরে ঘটনার ঘনঘটায় একটির অন্তরালে চলে গেছে অন্যটি। আলোচিত অনেক ঘটনার কয়েকটি তুলে ধরা হলো-

বেরোবির নতুন ভিসি : জুন ৯  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য পদ থেকে বিদায় নেন বিতর্কিত নাজমুল আহসান কালিমউল্লাহ।  নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওযা হয় ট্রেজারার হাসিবুর রশীদকে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

মডেল মসজিদ উদ্বোধন: মুজিববর্ষ উপলক্ষে ১০ জুন  প্রথম ধাপে রংপুরের ৫টিসহ সারাদেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল সাড়ে ১০টার দিকে  গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি রংপুরের বদরগঞ্জ, ঢাকা, খুলনা ও সিলেটে সরাসরি সংযুক্ত থাকেন।

এএসআই নিহত: ২৫ সেপ্টেম্বর কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জে মধ্যরাতের দিকে গোপন খবরের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তাঁর কাছে থাকা চাকু দিযয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হন। জরুরি ভিত্তিতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

পীরগঞ্জে হিন্দু পল্লীতে আগুন: পীরগঞ্জের মাঝিপাড়ায় এক যুবকের ফেসবুকে পবিত্র কাবা শরীফের অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় বিক্ষুব্ধ জনতা হিন্দু পল্লীতে আগুন দেয়। এতে ২০ টি ঘরসহ বেশকিছু মালামাল পুড়ে যায়।  ১৭ অক্টোবর রাত ১২টার দিকে পীর মাঝি পাড়ার হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ: ১ নভেম্বর হারাগাছের বছি বানিয়া এলাকা থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাজুল ইসলামকে নামে একজনকে গাঁজাসহ আটকের দাবি করে পুলিশ। এ সময় তিনি ভয়ে জ্ঞান হারান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাজুলের। সে ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে থানা ঘেরাও করে স্থানীয় লোকজন। এর প্রতিবাদে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে।  

রমেকে আগুন: ২০ ডিসেম্বর  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) সকাল সাড়ে ১০টার দিকে  দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়। 

মন্তব্য করুন


 

Link copied