আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

রংপুরে ৬০০ পিস ইয়াবা উদ্ধার; দুই নারীসহ গ্রেফতার ৩

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, দুপুর ০২:৪১

সংবাদ বিজ্ঞপ্তি: গত ২৬/১২/২০২১ খ্রি. সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ  নাজমুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ  কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া দেয়া বাসায় অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো-
০১। মোঃ তানভির রহমান @ তন্ময় (৩২), পিতা-মোঃ বাবু মিয়া, মাতা-মোছাঃ ছালমা বেগম, সাং-কেরানী পাড়া (নাসিরাবাদ মসজিদ সংলগ), ওয়ার্ড নং-১৮, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর, এ/পি-কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া বাসা

০২। মোছাঃ শাহানাজ পারভীণ (২৮) পিতা-মৃত ছামাদ মিয়া, মাতা-মালেকা বেগম, স্বামী-তানভীর রহমান @ তন্ময় (৩২), সাং-কেরানী পাড়া (নাসিরাবাদ মসজিদ সংলগ), ওয়ার্ড নং-১৮, এ/পি-কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া বাসা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর

৩। মোছাঃ স্মৃতি বেগম (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, স্বামী-মৃত জিয়াউল হক, সাং-মধুরামপুর, ইউপি-আলমপুর, থানা-তারাগঞ্জ, স্বামীর সাং-মহুয়াগাছ, পাইকার পাড়া, থানা-বদরগঞ্জ, জেলা রংপুর।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন


Link copied